- Home /
- Page
Privacy Policy
গোপনীয়তার নীতি (Privacy Policy)
এই পৃষ্ঠায় বর্ণিত গোপনীয়তা নীতির উপর ভিত্তি করে আজুফি.com এর সম্মানিত সকল ক্রেতা, বিক্রেতা ও ভিজিটরদের তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।
(১) সংগৃহীত তথ্য
এই সাইটে আপনি রেজিস্ট্রেশন অথবা অর্ডার প্রদান করার সময় বিভিন্ন ধরণের তথ্য প্রদান করতে হবে। এই তথ্যসমূহ শুধুমাত্র রেজিস্ট্রেশন অথবা অর্ডার সম্পন্ন করার জন্য ব্যবহৃত হবে।
এছাড়া, কোন ধরণের প্রতারণামূলক কাজ প্রতিহত করা এবং ট্রাফিক এনালাইসিস এর কাজে আপনার রেজিস্ট্রেশন ও লগইন আইপি এড্রেস এবং ভিজিটরদের ক্ষেত্রে ভিজিটিং আইপি এড্রেস রেকর্ড করা হবে। এই তথ্য আপনার অবস্থান চিহ্নিত করার কাজে অথবা আপনাকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করার কাজে ব্যবহার করা হবেনা।
(২) আপলোডকৃত ছবি হতে লোকেশন ডাটা সরানো
বর্তমানে ডিজিটাল ক্যামেরা বা স্মার্টফোনের মাধ্যমে তোলা এক্সিফ (exif) ফরম্যাটের ছবিতে ছবিটি কোথায় তোলা হয়েছে তার তথ্য জিপিএস কোর্ডিনেট হিসেবে থাকে। আপনি দীপ্তকে এই তথ্য সম্বলিত কোন ছবি আপলোড করলে এই ছবি যিনি পরবর্তীতে দেখবেন তার কাছে এই ছবি উঠানোর লোকেশন প্রকাশিত হয়ে যেতে পারে। সেজন্য আপনি যদি আপনার আপলোড করা ছবির লোকেশন অন্য কাউকে জানাতে না চান তাহলে অনুগ্রহপূর্বক ছবি আপলোড করার পূর্বে (exif) ডাটা সরিয়ে নিবেন।
(৩) কুকিজ
কুকিজ হলো খুব ছোট আকারের ফাইল যেগুলো আপনি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করার সময় আপনার কম্পিউটারকে সনাক্ত করতে, ইন্টারনেট ওয়েব ব্রাউজারগুলির জন্য প্রতিটি ব্যবহারকারীর সাইট লগ-ইন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা, ব্যবহারকারীর ব্যবহারের ধরণ মোতাবেক ব্রাউজারের এক্টিভিটি পারসোনালাইজ করা এবং আপনার ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে উন্নত করতে ব্যবহৃত হয়।
আপনার কম্পিউটার এবং নেটওয়ার্ক সার্ভারের মধ্যে যখন কুকি আদান প্রদান করা হয়, তখন সংশ্লিষ্ট এক বা একাধিক সার্ভার এই কুকি ফাইল থেকে সিদ্ধান্ত নেয় যে আপনাকে বিশেষভাবে কোন তথ্য সরবরাহ করতে হবে কিনা।
এই সাইটে আপনার ব্যবহার সহজ করা ও এই সাইট ব্যবহার করার অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য কুকি ব্যবহার করা হতে পারে। এই কুকিজগুলো দ্বারা কোন অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবেনা।
(৪) অন্যান্য ওয়েবসাইট থেকে এম্বেড করা ফাইল ও লিংক
এই সাইটে প্রকাশিত লেখাগুলোতে এম্বেড করা ভিডিও, চিত্র ও অডিও থাকতে পারে। অন্যান্য ওয়েবসাইট থেকে এম্বেড করা এই মিডিয়াগুলো চালু করলে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি তাদের গোপনীয়তার নীতি অনুযায়ী আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে, কুকিজ ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আপনি এই মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সাইট গুলো ভিজিট করে তাদের গোপনীয়তার নীতি জেনে নিতে পারেন।
(৫) ডাটা শেয়ার
এই সাইটে আপনার প্রদান করা তথ্যসমূহ কারো কাছে শেয়ার বা বিক্রি করা হবেনা।
(৬) নীতির পরিবর্তন, সংযোজন ও বিয়োজন
আজুফি.com কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে এই গোপনীয়তার নীতিতে পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করতে পারবে। সেক্ষেত্রে এই গোপনীয়তার নীতি পরিবর্তন ও কার্যকর হওয়ার তারিখ এই পেজে প্রকাশ করা হবে।